মাকতাবায়ে শামেলা | MAKTABA SHAMELA BANGLA VIDEO TUTORIAL
ইসলামিক সার্ভিস
বিসমিল্লাহির রাহমানির রাহীম
মাকতাবায়ে শামেলা কী?
১৬ হাজারেরও বেশী কিতাবের সফ্টওয়্যার “মাকতাবায়ে শামেলা” একটি সুসমৃদ্ধ ও সুবিশাল ইলেক্ট্রনিক্স ইসলামিক লাইব্রেরী। মধ্যপ্রাচ্যভিত্তিক দাওয়া সহায়তা সংস্থা আল মাকতাব আত তাআউনী লিদ-দাওয়া বির-রাওদা -র স্পন্সরকৃত স্থায়ী সাদাকা হিসেবে ফ্রি ও সূবিধাপূর্ণ একটি ইলেক্ট্রনিক্স ইসলামিক লাইব্রেরী। একজন ছাত্র, শিক্ষক, গবেষক, প্রাবন্ধিক বা যেকোন স্তরের পাঠকের জন্য ইসলামী ইলমকে উন্মুক্ত করে দেওয়াই এই ইলেক্ট্রনিক্স ইসলামিক লাইব্রেরীর উদ্দেশ্য।
এক নজরে মাকতাবায়ে শামেলার সুবিধাসমূহ:-
- হাতের কাছে হাজারো দূর্লভ ও মূল্যবান কিতাব।
- এক, একাধিক বা সকল কিতাবের একসাথে অনুসন্ধান।
- “এবং” বা “অথবা” এর ব্যবহার করে সুনির্দিষ্ট ভাবে অনুসন্ধান।
- কুরআনে কারীমের ভেতর অনুসন্ধানের জন্য পৃথক ব্যবস্থা।
- একসাথে কুরআনে কারীমের পঞ্চাশের বেশী তাফসীর মুতা‘লা করার সুযােগ।
- রিজাল শাস্ত্র সম্পর্কে বিস্তারিত অনুসন্ধানের সুযোগ।
- শামেলার ভেতরের যেকোন কিতাব প্রয়ােজনে আংশিক বা সম্পূর্ণটা মাইক্রোসফট অফিস ডকুমেন্ট-এ কনভার্ট করার ব্যবস্থা।
- এ ছাড়াও রয়েছে অন্যান্য সুবিধা যা একজন ছাত্র-শিক্ষক, গবেষক, লেখক, প্রাবন্ধিক বা যেকোন স্তরের পাঠককে এনে দিবে ফলপ্রসূ মুতা’লা করার সুযোগ।
ডাউনলোড লিঙ্কগুলো: ↓
অফিসিয়াল সংস্করণ (৬১১১টি কিতাবসমৃদ্ধ) ডাউনলোড (সাইজ: ২ জিবি)
আইএসও ফাইল
টরেন্ট যোগে ডাউনলোড
- টরেন্ট ব্যবহারকারীদের জন্য ডাউনলোড লিংক,
মাকতাবায়ে শামেলার বাংলা ভিডিও টিউটোরিয়াল সিরিজ
ইসলামিক সার্ভিসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত।
১।আরবী চালু করার পদ্ধতি।
সরাসরি ইউটিউব থেকে দেখতে এখানে ক্লিক করুন।
২।শামেলা চালু করার পদ্ধতি।
সরাসরি ইউটিউব থেকে দেখতে এখানে ক্লিক করুন।
No comments:
Post a Comment